অপহরণের পর ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন
অপহরণের পর ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে, আরও ছয় মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়। মঙ্গলবার (৭ জুন) বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বকান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে ফরিদ ও মৃত আবুল হোসন খানের ছেলে খবির খান।
আদালত থেকে জানা গেছে, ২০১৩ সনের ২৫ সেপ্টেম্বর দুপুরে মুলাদি উপজেলার টেম্পো স্ট্যান্ড থেকে এক নারীকে অপহরণ করে দুইজনে পালাক্রমে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই বছরের ১৭ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় প্রদান করেন।
সৈয়দ মেহেদী হাসান/আরআই