ফিঙ্গার প্রিন্ট সার্ভারের জটিলতায় চাঁদপুরে বিদেশগামীদের ভোগান্তি

চাঁদপুরে বিদেশগামীদের ভোগান্তি বেড়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে শত শত বিদেশগামীর ভিড় লক্ষ্য করা গেছে। চারদিন ধরে কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ফিঙ্গার প্রিন্ট দিতে পারেননি বিদেশগামীরা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, সারাদেশে সার্ভার জটিলতার কারণে কেউ ফিঙ্গার প্রিন্ট দিতে পারছেন না। এতে দুর্ভোগে পড়েছেন বিদেশগামীরা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট দিতে অপেক্ষায় থাকা মো. রহমান বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি আমার সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট। কিন্তু চারদিন ধরে ফিঙ্গার প্রিন্ট দিতে পারছি না। ফিঙ্গার প্রিন্টসহ প্রচুর কাজ জমে আছে। যদি আরও সময় লাগে তবে ঝামেলায় পড়ব।

মো. জাহাঙ্গীর আলম বলেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চারদিন ধরে ফিঙ্গার প্রিন্ট দিতে অপেক্ষায় আছি। এখান থেকে আমার বাড়ি অনেক দূরে। চারদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে যাই। এভাবে প্রচুর টাকা খরচ হয়। শুধু খরচ নয়, মানসিক চাপে আছি।

আনোয়ার নামের আরেক বিদেশগামী বলেন, চারদিন ধরে চাঁদপুর শহরে ফিঙ্গার প্রিন্টের জন্য অবস্থান করেও কাজ হয়নি। বিদেশ যেতে না পেরে আমার অনেক ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সার্ভার ঠিক করার দাবি জানাই। 

চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা মো. মোহছেন পাটোয়ারী বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও চারদিন ধরে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির সার্ভার বন্ধ রয়েছে। এ কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় চার শতাধিক বিদেশগামীর ভিড় দেখা যাচ্ছে। মূলত সার্ভার আপডেটের কাজ চলছে। কবে নাগাদ ঠিক হবে এখনো বলা যাচ্ছে না।

শরীফুল ইসলাম/এএম