বাবুই আর খেজুর রসের সন্ধানে ৮ শতাধিক চারা রোপণ
বরগুনায় বাবুই পাখিসহ দেশীয় পাখির অভয়াশ্রম তৈরি এবং খেজুর রসের ঐতিহ্য ধরে রাখতে ‘বাবুই পাখির সন্ধানে’ ও ‘খেজুর রসের সন্ধানে’ পৃথক দুটি স্লোগান সামনে রেখে আট শতাধিক তাল ও খেজুরের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুদিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্টের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। দেশীয় পাখপাখালির অভয়াশ্রম গড়ে তুলতে এবং খেজুর রসের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখবে এই বৃক্ষরোপণ কর্মসূচি, এমনটাই আশা আয়োজকদের।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে নির্মিত সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্ট-সংলগ্ন সড়কের দুপাশে ৮ শতাধিক তাল ও খেজুর চারা রোপণ করা হবে। দুদিনব্যাপী এই কর্মসূচির অধীনে আজ তিন শতাধিক তালের চারা রোপণ শুরু করা হয়।
কর্মসূচির আওতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় আগামীকাল (৫ মে) রোববার বেলা ১১টায় একই সড়কে দেশীয় প্রজাতির পাঁচ শতাধিক খেজুর চারা রোপণ করা হবে বলে জানান সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে সুরঞ্জনা ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাফরিন নিতু জানান, রোপণের পর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার অভাবে শেষ পর্যন্ত অধিকাংশ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল হয় না। সেসব বিবেচনায় পাঁচ বছর পর্যন্ত এসব চারা গাছের নিবিড় পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব চারা গাছের মৃত্যুর হার কমাতে তিন বছর বয়সী তালের চারা ও খেজুর চারা রোপণ করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায় এবং সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাফরিন নিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এনএ