বরগুনায় খেজুর গাছে ঝুলছিল ৯ ফুট লম্বা অজগর
বরগুনার পাথরঘাটায় একটি খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মুন্সি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন। পরে সাপটিকে হরিনঘাটা পর্যটনকেন্দ্রে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুহিতা গ্রামের মুন্সি এলাকার কয়েক শিশু খেজুর পাড়তে গাছটির কাছে যায়। এ সময় লাঠি দিয়ে খেজুরের থোকায় খোঁচা দিলে হঠাৎ সাপটি নড়াচড়া করে ওঠে। শিশুরা ভয় পেয়ে বাড়িতে চলে যায়, এবং অভিবাবকদের বিষয়টি জানায়।
পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা ভিলেজ টাইগার রেসপন্স টিমকে বিষয়টি জানান। পরে ভিলেজ রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে ওই খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে। পরে দুপুরের দিকে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, রুহিতা গ্রাম থেকে একটি বড় সাইজের অজগর উদ্ধার করে টাইগার রেসপন্স টিমের সদস্যরা। এরপর দুপুরের দিকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের বনে সাপটি অবমুক্ত করা হয়।
খান নাঈম/এনএফ