ফরিদপুরের মধুখালীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি এক শিক্ষকের (৫৫) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিশুকে (১১) যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে ওই ছাত্রীর দাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম মোক্তার হোসেন মুকুল (৫২)। অভিযোগ পাওয়ার পর  বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ওই শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, গত  ২৬ মে বৃহস্পতিবার শিশুটির ছোট ভাই স্কুলে বই হারিয়ে ফেলে। বই আনার জন্য স্কুলে যায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী। স্কুলের লাইব্রেরিতে একাকি বসে থাকা মোক্তার হোসেনের কাছে ছোট ভাইয়ের বই হারিয়ে যাওয়ার কথা জানায় শিশুটি। এতে বই দেওয়ার কথা বলে শিশুকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান ওই শিক্ষক। সেখানে ওই শিক্ষক ওই শিশুকে যৌন হয়রানির চেষ্টা করেন। শিশুটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং বাড়িতে এসে সব খুলে বলে।  

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষক বিদ্যালয়ে যেতে পারবেন না । ইউএনও বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে চাকরিচ্যুতসহ প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে মোক্তার হোসেন দাবি করেছেন, তিনি এ ঘটনার সাথে জড়িত নন।  এটি তার বিরুদ্ধে  অপপ্রচার ও একটি মহলের ষড়যন্ত্র। 

জহির হোসেন/এনএফ