সুন্দরবনে ৩ মাস বন্ধ থাকবে জেলে-দর্শনার্থী প্রবেশ
সুন্দরবনে ১ জুন থেকে জেলে-দর্শনার্থীদের প্রবেশ তিন মাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বন বিভাগ।
ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রজনন মৌসুমে সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ রাখে বন বিভাগ। এ জন্য সুন্দরবনে প্রবেশের সব ধরনের প্রবেশাধিকার বন্ধ রেখেছে বন বিভাগ। সেই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে।
চলতি বছর মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা এক মাস বাড়িয়ে ১ জুন থেকে বন্ধ করা হয়েছে। এ সময় সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
তানজীম আহমেদ/এনএ