ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু
বরিশালের মেহেন্দীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরশ্যামরা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোনের নাম লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪)। তারা চরশ্যামরা গ্রামের হোসেন মোল্লার মেয়ে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সকালের নাশতা খেতে দুই বোন পাশাপাশি বসে ছিল। এ সময় ছোট মেয়ে নাবিলা টিনের বেড়ার সঙ্গে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বড় মেয়ে লাবনীও। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, হোসেন মোল্লার টিনের ঘরের ওপর বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। লাবনী ও নাবিলা সকালে ওই ঘরের টিনের বেড়ায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর