বগুড়ার শেরপুর উপজেলায় চলন্ত ড্রেজারের ধাক্কায় বাঙ্গালি নদীর ওপর নির্মিত জোড়গাছা-বেলগাছি সেতুর ৬ নম্বর পিলার ভেঙে গেছে। এ ঘটনায় ড্রেজার চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এতে সেতু দিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।

রোববার (২২ মে) দুপুর ১২টার দিকে ওই উপজেলায় বাঙালি নদীর সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ড্রেজারচালক কবির এবং তার সহকারী রাশেদ ও ইসমাইল।

জানা যায়, চাকদা ট্রেডিং কোম্পানির ওই ড্রেজারটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালু উত্তোলনের কাজ শেষে করে সিরাজগঞ্জের দিকে রওনা দেয়। এটি স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) নির্মিত জোড়গাছা-বেলগাছির আরসিসি গার্ডার সেতু অতিক্রম করার সময় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ড্রেজারটি সেতুর ওই পিলারে ধাক্কা দেয়। চলন্ত ড্রেজারের ধাক্কায় সেতুর ৬ নম্বর পিলার ভেঙে যায়।

উপজেলার ঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ওই সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেতুর দুপাশে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেতুর পিলার ভেঙে যাওয়ার সত্যতা নিশ্চিত করে উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সেতুর পিলার ভেঙে যাওয়ার ঘটনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি।

উল্লেখ্য, প্রায় চার কোটি টাকা ব্যয়ে জোড়গাছা-বেলগাছির আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। ২০০৭ সালের ৩০ জুন এই সেতুর উদ্বোধন করা হয়েছিল।

এনএ