বিজিবির ‘ভুল করে’ চালানো গুলিতে গরু ব্যবসায়ীসহ আহত ৩
শেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তব্যরত এক সদস্যের গুলিতে দুই গরু ব্যবসায়ীসহ এক বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) রাতে নালিতাবাড়ী উপজেলার নিচপাড়া সড়কের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিজিবির নায়েক মামুন মিয়া এবং গরু ব্যবসায়ী নালিতাবাড়ীর মন্ডলিয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন ও ফুলপুর গ্রামের দুলাল মিয়া।
বিজ্ঞাপন
গরু ব্যবসায়ী মোশারফ জানান, আমরা নালিতাবাড়ীতে গরু বিক্রির জন্য গিয়েছিলাম। কিন্তু গরু বিক্রির জন্য কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেগুলো ভটভটিতে করে বাড়ি ফিরছিলাম। পথে নালিতাবাড়ীর নিচপাড়া সড়কে হাতিপাগার বিজিবি ক্যাম্পের দুই সদস্য সুবেদার হায়দার আলী ও নায়েক মামুন মিয়া সাদা পোশাকে আমাদের পথ আটকান।
এ সময় আমাদের সঙ্গে বিজিবি সদস্য হায়দারের বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে হায়দার আমাদের গুলি করার হুমকি দেন এবং রাইফেল তাক করেন। এরপর রাইফেল থেকে গুলি বের হলে আমি ও গরু ব্যবসায়ী দুলালসহ আরেক বিজিবি সদস্য আহত হই।
বিজিবি সদস্য হায়দার বলেন, আমরা চোরাচালানের গরু ধরার জন্য আসছিলাম। পরে তাদের আমি গাড়ি থামাতে বলি। তারা থামলে অসাবধাবশত রাইফেলে চাপ লেগে দুই রাউন্ড গুলি মিস ফায়ার হয়ে গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঢাকা পোস্টকে বলেন, কেউ সরাসরি গুলিবিদ্ধ হননি। রাইফেলের নল মাটির দিকে ছিল। মিস ফায়ার হয়ে পাথর ছিটকে ওই তিনজন আহত হয়েছে। বিজিবির ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।
জাহিদুল খান সৌরভ/এসপি