বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এ কারণে উপকূলে ফিরে আসছে শত শত মাছ ধরার ট্রলার। এমনকি অনেক ট্রলার বলেশ্বর নদী ও সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, অশনির প্রভাবে রোববার রাত থেকেই বৃষ্টি শুরু হয় উপকূলে, যা টানা চলতে থাকে গতকাল বিকেল পর্যন্ত। এরপর রাতে বিরতি দিয়ে আজ সকালে আবার বৃষ্টি শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিমে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্র উত্তাল থাকায় গতকাল থেকেই বেশ কিছু ট্রলার নিরাপদে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত কয়েকশ ট্রলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছে। এছাড়া কিছু ট্রলার সুন্দরবন উপকূলে আশ্রয় নিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। সংকেত বাড়লে জরুরি সভা ডেকে অশনি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ লক্ষ্যে জেলায় ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এসপি