নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল হয়ে পড়েছে। জোয়ারের পানি উপকূলে আছড়ে পড়ছে। একটানা বৃষ্টির ফলে নদী ও খালের পানি বেড়েছে। ফলে ৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ার সোনাদিয়া, তমরদ্দি ও চরকিং ইউনিয়নে ৫ কিলোমিটার বেড়িবাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধগুলো পুরাতন এবং নদীর নিকটবর্তী হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে।

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে একটানা বৃষ্টি হচ্ছে। অশনির প্রভাবে সামান্য পানি বেড়েছে। ভাঙনের ফলে বেড়িবাঁধ নদীর কাছাকাছি চলে এসেছে। এছাড়া বেড়িবাঁধ পুরাতন হওয়ায় ঝুঁকি বেড়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাব মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। প্রস্তুত করা হয়েছে ২০১টি আশ্রয়কেন্দ্র। এতে ৯০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যাতে সহজে আসতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

হাসিব আল আমিন/এসপি