মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও জননী পরিবহনের সংঘর্ষে ১ জন হয়েছে। এতে বাসের ২২ জন যাত্রী আহত হন। আহত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আর ৫ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুর পৌনে ২ টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছে, আহত ১৫ জন। আহতদের মধ্যে ৯ জন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল জানান, দুর্ঘটনায় আহত ২২ জনের মধ্যে ৯ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জন নারী ও ৬ জন পুরুষ। গুরুতর আহত ৫ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপর ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোহেল হোসেন/এনএ