নীলফামারী সদরে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। শনিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পুলের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালকের নাম সাদেকুল ইসলাম সৌরভ (২৮)। তিনি নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী ও ইটাখোলা ইউনিয়নের মার্কাস মসজিদ পাড়া এলাকার আনোয়ারুল হক মিন্টুর ছেলে। তার স্ত্রীর নাম অনন্যা রোজি (২২) ও দেড় বছরের শিশুসন্তান ফাইজান হক। তারা দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) রমিজ আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌরভ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারী থেকে দিনাজপুরের খানসামার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাটে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় সে মারা যায়।

তিনি আরও বলেন, এখনও তার মরদেহ বাড়িতে আসেনি। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়া তার আহত স্ত্রী ও সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শরিফুল ইসলাম/এসপি