পালিত ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বাবার
ঢাকার ধামরাইয়ে পালিত ছেলের শাবলের আঘাতে দিদার হোসেন (৭০) নামে এক হতভাগ্য পিতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকাল ১১টার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা।
বিজ্ঞাপন
এ ঘটনায় আটক করা হয়েছে, একই এলাকার দিদার হোসেনের পালিত ছেলে সোহেল রানা (৪৩) ও তার স্ত্রী সোনিয়া বেগকে (৩৭)।
পুলিশ জানায়, দিদার হোসেনের কোনো সন্তান ছিল না। পরে সোহেল হোসেনকে দত্তক নেন তিনি। সোহেলকে নিজের পিতৃস্নেহ দিয়ে লালন করতে থাকেন। পরবর্তীতে দিদার দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এই পক্ষে তার সন্তানও রয়েছে। বড় হয়ে সোহেল জায়গা-জমি নিয়ে প্রায়ই বাবার সাথে ঝগড়া বিবাদ করেন।
জমি সংক্রান্ত ব্যাপারে নিয়ে আজ সকাল ১১টার দিকে সোহেলের ছোট মায়ের সাথে ঝগড়া করে সোহেল রানা। এ সময় তার পিতা দিদার হোসেন সেখানে গেলে সোহেলের হাতে থাকা একটি লোহার শাবল দিয়ে পিতার মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাবা দিদার হোসেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঢাকা পোস্টকে বলেন, সকালে সোহেল রানা জমি সংক্রান্ত ব্যাপারে শাবল দিয়ে তার বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জড়িত দুই জনকে আটক করে মরদেহ উদ্ধার করা হয়ছে।
মাহিদুল মাহিদ/আরআই