বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ঈদের রাতে লাশ হলেন দুইজন
ঈদের রাতে লাশ হয়ে ফিরলেন দুই যুবক। বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে মঙ্গলবার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশাল সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।
বিজ্ঞাপন
জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তবে লিমন নামে আরেকজন হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা যায়। এখন সুমন নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই নিহত দুইজন এবং আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই