লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাঁদা চাইলেন আ.লীগ নেতা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের লোকনাথ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী সমীর কর্মকারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন লিটনের বিরুদ্ধে। এ সময় ব্যবসা-প্রতিষ্ঠানে তাকে প্রকাশ্যে গালমন্দ করা হয়। রোববার (১ মে) বিকেলে এ ঘটনায় ঘটেছে।
বিষয়টি জেলা পুলিশ সুপার (এসপি) ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিতভাবে জানিয়েছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বিজ্ঞাপন
সমীর চন্দ্রগঞ্জ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা চন্দ্রগঞ্জ ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। তার দাবি, তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে। সমীর তার জন্য ৩ হাজার টাকা পাঠিয়েছেন। এ জন্য কারণ জানতে চেয়ে তিনি গালমন্দ করেছেন।
সমীর কর্মকার জানিয়েছেন, বিকেলে তার ব্যবসা-প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন লিটন আসেন। এ সময় ম্যানেজার ও কয়েকজন ক্রেতা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তিনি (লিটন) আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমার প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় তার অবস্থান ও হুমকির ঘটনা সংরক্ষিত রয়েছে।
সমীর কর্মকার বলেন, চাঁদা দাবি ও হুমকির বিষয়টি আমি এসপি ও ওসিকে লিখিতভাবে জানিয়েছি। প্রকাশ্যে এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন লিটন বলেন, সমীর গত রাতে (শনিবার) আমার জন্য বাহকের মাধ্যমে ৩ হাজার টাকা পাঠিয়েছেন। এটা কীসের, কী জন্যে জানতে তার দোকানে গিয়ে গালমন্দ করেছি। বাজারে দলের একটি গ্রুপের চাঁদা তোলার বিরুদ্ধে আমি অবস্থান নিয়ে আওয়ামী লীগের জেলা সভাপতিসহ সিনিয়রদের কাছে অভিযোগ করেছি।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে লিটনকে পাওয়া যায়নি। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে টাকা দাবি করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।
হাসান মাহমুদ শাকিল/আরআই