আবারও শেরপুর পৌরসভার মেয়র লিটন
আবারও শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। রোববার (১৪ ফেব্রুয়ারি) শেরপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকে ২৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৯৬ ভোট।
বিজ্ঞাপন
অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট। আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আরিফ রেজা চামচ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট।
নবনির্বাচিত মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঢাকা পোস্টকে বলেন, আমি শেরপুর পৌরবাসীর নিকট কৃতজ্ঞ। তারা আমাকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত করেছেন ও মডেল পৌরসভা গড়তে আমার অসমাপ্ত কাজগুলো করার সুযোগ দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
জাহিদুল খান সৌরভ/আরএআর