রোদ-বৃষ্টি কিংবা ঝড়েও রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। রমজান মাসে রাস্তায় দাঁড়িয়েই ইফতার করতে দেখা যায় তাদের। সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনে এভাবেই পেশাগত দায়িত্ব পালন করে আসছেন তারা। এবার সেই ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করলেন রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার। 

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক চেকপোস্ট এলাকায় কর্তব্যরত ট্রাফিক বিভাগের সদস্যদের সঙ্গে ইফতার করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

এর আগে ট্রাফিক সদস্যদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করেন তিনি। পরে সবার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ইফতারে অংশ নেন পুলিশ কমিশনার।

ইফতার পূর্ব মুহূর্তে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, সড়কে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক সদস্যরা সবসময়ই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আমার সহকর্মী। আমার মতো তারাও পুলিশে চাকরি করেন। প্রখর রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে পেশাগত দায়িত্ব পালন করছে। এই রমজান মাসেও দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে ইফতার করে আসছে। আমি তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সহমর্মিতা জানিয়ে আজকে তাদের সঙ্গে ইফতারে দাঁড়িয়েছি। দেশের ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি আমি সব সময়ই শ্রদ্ধাশীল। 

তিনি আরও বলেন, আমরা রংপুর মহানগর এলাকাকে সুন্দর ও গোছানো নগরীতে পরিণত করতে চাই। এজন্য যানজট নিরসন ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে ট্রাফিক বিভাগ কাজ করছে। নগরীতে অনেক স্থানে ‘নো পার্কিং’ জোন এবং নির্দিষ্ট স্থানে পার্কিং করাতে ‘পার্কিং জোন’ রয়েছে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া শুধু পুলিশের পক্ষে যত্রতত্র গাড়ি পার্কিং রোধ ও যানজট নিরসন করা কষ্টকর।

এ সময় রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মেহেদুল করিম, উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, উপকমিশনার (ইঅ্যান্ডডি) আবু সায়েম, অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) আইনুল হক, সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) সোহানুর রহমান সোহাগ, সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জমির উদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানসহ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর