ডুবে যাওয়া ভাইকে উদ্ধার করতে নেমে বোনও নিখোঁজ
বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া প্রবাহমান যমুনা নদীতে গোসল করতে নেমেছিলেন ভাই-বোন। গোসলের একপর্যায়ে নদীতে স্রোতের তোড়ে ভাই হঠাৎ করে ডুবে যেতে থাকে। এ সময় বোন তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এমনকি নদীতে জাল ফেলে, ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খোঁজ পায়নি।
বিজ্ঞাপন
বগুড়ার সারিয়াকান্দি পৌর শহরের চরবাটিয়া এলাকায় সোমবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ভাই-বোন হলো, নিরা খাতুন (১৩) ও জিসান (৭)। তারা ওই এলাকার মোরশেদুল ইসলামের ছেলে-মেয়ে।
জানতে চাইলে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মাসুদ পারভেজ রাত ৯টায় ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান চালিয়েও দুই শিশুকে পাইনি। কয়েক মিনিট আগে রাজশাহী থেকে ডুবরি দল এসেছে। তাদের নিয়ে রাতেই সেখানে যাওয়া হবে। শিশু দুটিকে রাতে না পাওয়া গেলে সকালে আবারো উদ্ধার অভিযান চালানো হবে।
সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। নদীতে জাল ফেলেও দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার অভিযান চালিয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল এসে আবারো উদ্ধার অভিযান শুরু করবে।
চম্পক কুমার/এমএএস