শাহ আলম

বরগুনা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে জুতাপেটা করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল রোববার (১৭ এপ্রিল) চারজনের নাম উল্লেখ করে নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এ মামলা করেন।  

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল রোববার বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলাটি করেন। এ মামলায় নারীসহ চারজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- আতিকুর রহমান সগীর, লিপি আক্তার রিমা, জাকির ফকির, মো. জাহিদ।

সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জিম্মি করে চাঁদা আদায় করার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলাটি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলার বাদী আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, মোটা অংকের চাঁদা আদায়ের উদ্দেশ্যে তারা (আসামিরা) আমাকে জিম্মি করে। এ সময় আমাকে নির্যাতন করার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা হয়েছে। এ ঘটনায় আমি আদালতের কাছে বিচার প্রার্থনা করেছি। একই সঙ্গে এই চক্রটির মূলোৎপাটন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহ আলমের বিরুদ্ধে গত ১২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেন। শনিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও করা হয়েছে। 

খান নাঈম/আরএআর