খাগড়াছড়িতে জিপ উল্টে দুই স্কুলছাত্র নিহত
খাগড়াছড়ির মানিকছড়িতে আনারসবোঝাই জিপ (চান্দের গাড়ি) উল্টে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিমুড়া-ডলু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ডেপুয়াপাড়ার চাইথোয়াই মারমার ছেলে রাজু মারমা (১৫) ও হাতিমুড়া এলাকার হ্যাংলা মারমার ছেলে উগ্যজাই মারমা (১২)। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এর মধ্য রাজু মারমা মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও উগ্যজাই মারমা ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিপ গাড়িতে হাতিমুড়া বাজারে আনারস নিয়ে আসার পথে হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়া এলাকায় পাহাড়ি উঁচু টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় । এতে জিপটি পেছনের দিকে ছুটে গিয়ে কয়েকবার উল্টে যায় । এ সময় জিপে থাকা দুই শিশু গাড়িচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত রাসাই মারমাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাফর সবুজ/আরএআর