লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে পারভিন বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে তার মরদেহ সদর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে রিকশাচালক স্বামী জাকির হোসেন পালিয়ে যান।

স্থানীয় ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, জাকির ও পারভিনের সংসারে দুই সন্তান রয়েছে। কয়েক দিন ধরে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে আহত অবস্থায় স্ত্রীকে নিয়ে স্বামী হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে (পারভিন) মৃত ঘোষণা করেন। একপর্যায়ে মরদেহ হাসপাতালের বারান্দায় রেখেই পালিয়ে যান স্বামী।

নিহত পারভিনের বোন পান্না বেগম ও মা খুরশিদা বেগম জানান, জাকিরসহ তার পরিবারের লোকজন পারভিনকে পিটিয়ে হত্যা করেছে। পরে মরদেহ হাসপাতালে রেখে তারা সপরিবার পালিয়ে গেছে। একবারের জন্যও তাদের (পারভিনের পরিবার) খবর দেওয়া হয়নি। এ ঘটনায় তদন্তের দাবি করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। নিহতের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেছি। পারভিনের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এনএ