১৩ দফায় ১৫৪৪ রোহিঙ্গা ভাসানচরের পথে
কক্সবাজারের আশ্রয় শিবির থেকে ১৩ দফার দ্বিতীয় দিনে আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা নাগরিক নোয়াখালীর ভাসানচরে পথে রওনা হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ২০টি বাসে ১ হাজার ২২ জন ভাসানচরের উদ্দেশে রওনা হন। পরে বিকেলে ১৫টি বাসে আরও ৫২২ জন রোহিঙ্গা রওনা দেয়। তাদের প্রথমে চট্টগ্রাম এরপর বৃহস্পতিবার সকালে সেখান থেকে তাদের ভাসানচরে নেওয়া হবে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, ১৩ দফার দ্বিতীয় দিনে ১ হাজার ৫৪৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম হয়ে তাদের ভাসানচরে পৌঁছার কথা রয়েছে। আরও কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এরআগে, ১৩ ধাফের প্রথম দিনে ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা বুধবার ভাসানচরে পৌঁছেছে। যারা মঙ্গলবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গত ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়।
এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশের মাধ্যমে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবারের ১৩ দফায় প্রথম ধাপের ১ হাজার ৯৬ জনসহ ২৫ হাজার ৬৭৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, গত ২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলামান রয়েছে।
ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।
সাইদুল ফরহাদ/এমএএস