চাঁদপুরে ১২০ টাকায় ৬৭ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দিচ্ছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চাঁদপুর পুলিশ লাইনসের ড্রিলশেডে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ‘তোমাদের হাত ধরেই বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে। মনে রাখতে হবে, কাজ রেখে ঘুম নয়, কাজ শেষ করে ঘুমাতে যেতে হবে। খারাপ নয়, ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়ের পরিচালায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, মাহবুব আলম শাওন, শাহনাজ আক্তার নিলা, মো. ইউসুফ খান, ইবাদুল হাসান মুন্না। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়ার মা আসিয়া বেগম ও মনির গাজীর বাবা মোস্তফা গাজী।

সবাই তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২-এর প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১ হাজার ৬৩৩ প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে ৬৭ জন নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

শরীফুল ইসলাম/এনএ