নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বদলগাছী-নজিপুর সড়কে পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে যাত্রী আব্দুর রশিদ (৩৭), একই গ্রামের জিতু পাহানের ছেলে বাসচালক শ্রী গিরিজ পাহান (৩৫) ও পত্নীতলা উপজেলার বায়নাবাজ আদিবাসী পাড়ার বাসিন্দা মৃত খগেন ভূঁঞার ছেলে নিরঞ্জন ভূঁইয়া (১২)। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে নিরঞ্জনের মৃত্যু হয়। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ থেকে যাত্রী নিয়ে পত্নীতলা উপজেলার নজিপুর-মাতাজি-বদলগাছী হয়ে নওগাঁ বালুডাঙ্গা আসছিল। পথিমধ্যে বদলগাছী-নজিপুর সড়কের পয়নারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়।

অপরদিকে বাসটি একটি আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে নিরঞ্জন নামে এক শিশুর মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতালে এবং আশঙ্কাজনকদের রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দেলোয়ার হোসেন/এসকেডি/আরএআর