তেল মজুত করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনার ফুলতলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৪ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের নেতৃত্বে ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে মুদিপোট্টি সড়কের সুমন্ত কুণ্ডুর গোডাউনে ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রাখায় ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে বিপ্রদাস কুণ্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুণ্ডুকে ১০ হাজার এবং মধুসূধন কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোহাম্মদ মিলন/আরআই