মুন্সীগঞ্জে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ঢাকা পোস্টকে জানান শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
জানা গেছে, উপজেলার কামারগাঁও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তার হোসেন তার ছেলেকে দুপুরের খাবার দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে উত্তর কামারগাও বায়তুন নুর হাফিজিয়া মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় দোহার থেকে শ্রীনগরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-১৫৪৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআই