গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিদিম্মা এবেলফ (২৬) নামে এক নাইজেরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ছিদিম্মা এবেলফ ঢাকার রূপগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজধানীর দক্ষিণখান থানার প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কারাগারে বন্দী ছিলেন নাইজেরিয়ান নাগরিক ছিদিম্মা এবেলফ (হাজতি নং-১৫৮/২২)। বেশ কিছু দিন যাবত বমিসহ ডায়াবেটিস ও কিটোসিডোসিস রোগে আক্রান্ত হওয়ায় কারা হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক ও সিভিল সার্জনের নির্দেশে তাকে গত বুধবার (১৬ মার্চ) শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। 

হালিমা খাতুন জানান, তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শিহাব খান/আরএআর