সাংবাদিক আখতার হোসেন রাজা আর নেই
ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার (১৩ মার্চ) সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সোমবার (১৪ মার্চ) সকালে আখতার হোসেন রাজার মরদেহ ঠাকুরগাঁওয়ে নিয়ে আসা হয়। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম ভৈলাতেড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আখতার হোসেন রাজা দীর্ঘদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
কর্নেল কাজী নুরুজ্জামানের নের্তৃত্বে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন আখতার হোসেন রাজা। ১৯৬৭ সালে সাংবাদিকতা পেশায় নাম লেখান। তিনি দৈনিক সংবাদ, দৈনিক উত্তরা, দ্য ইনডিপেন্ডেন্ট, রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে ৫০ বছর সাংবাদিকতা করেছেন।
এম এ সামাদ/আরএআর