স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ পেল বাঘাইছড়ির ৭ গ্রামের মানুষ
স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুতের আলোই আলোকিত হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাতটি গ্রাম। গ্রামগুলো হলো- তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার আশপাশের এক হাজার পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। প্রকল্পটি তিন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করে।
বিজ্ঞাপন
এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের গ্রামে নতুন সংযোগ স্থাপিত হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার।
মিশু মল্লিক/আরআই