মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফায়দার হোসেন নামে এক পরিবহন শ্রমিক লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সেলিম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী চা দোকানি জিয়াসমিন বেগম বলেন, দুপুরে সেলিম এবং তার দুই ছেলেসহ আরও অজ্ঞাত কয়েকজন গোলড়া বাসস্ট্যান্ডের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে দোকানের ভেতর থেকে কয়েক বস্তা সরিষা নিয়ে চলে যান। 

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাবেক সভাপতি ফায়দার হোসেন বলেন, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে আজ দুপুরে মানিকগঞ্জ শহর থেকে গোলড়া বাসস্ট্যান্ডে এসে সেলিম হোসেন ও তার দুই ছেলেসহ আরও কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে দোকানে থাকা ১৫ বস্তা সরিষা লুট করে নিয়ে চলে গেছে। এ ঘটনায় থানা পুলিশ করলে মেরে লাশ গুম করে দেবে বলে মুঠোফোনে হুমকি দিয়েছে সেলিম হোসেনের ছেলে লিখন মিয়া।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সেলিম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ও ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সোহেল হোসেন/আরএআর