বোতলের মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ডিলারকে জরিমানা
নীলফামারীতে সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম বসিয়ে বিক্রির অভিযোগে সানাউল ইসলাম (সানু) নামে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০২ মার্চ) দুপুরে জেলা শহরের দুহুলী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সামসুল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় নীলফামারী থানা পুলিশ ও জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম তার সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
শাসমুল আলম জানান, রুপসা সয়াবিন তেল কোম্পানির পরিবেশক সানাউল ইসলাম সানু তার নিজ গোডাউনে সয়াবিন তেলের এক লিটার বোতলের গায়ে নির্ধারিত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মুল্য ও মেয়াদের তারিখ পরিবর্তন করে মেয়াদ বৃদ্ধি করে তেল বিক্রি করছিলেন। তার গোডাউনে অভিযান পরিচালনা করে এর সত্যতা মিললে ভোক্তা অধিকার আইনে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা আর না ঘটে সেজন্য সতর্ক করে দেওয়া হয়।
শরিফুল ইসলাম/আরএআর