সন্ত্রাসী দিয়ে স্বামীর ঘাড় মটকে দিয়ে হত্যা করলেন স্ত্রী
সাভারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামীর ঘাড় মটকে দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৪। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে দুপুর পৌনে ১টার দিকে মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির ঢাকা জেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানায়নি র্যাব-৪। তবে তিনি এ মামলার প্রধান আসামি।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। এ সময় ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে হত্যা করার জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন।
ওই তিন সন্ত্রাসী আনোয়ার হোসেনকে বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আহত আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে গত ২০ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আগেই আটক করে পুলিশ। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১টার দিকে মানিকগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি সাব্বিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সাব্বির হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্দ্বেন জেরে স্ত্রীর ইন্ধনে আনোয়ার হোসেনকে মারধর করা হয়েছে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার সাভারের গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভুঁইয়ার ছেলে।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, সাব্বিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাহিদুল মাহিদ/এমএএস