গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন- উপজেলার মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে ও গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই উপজেলার মাওনা বাজার এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা পারভীন (১৯)।  

স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেন জানান, কয়েকদিন আগে থেকেই জাহাঙ্গীর রঙ্গিলা বাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১শ থেকে ২শ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার দুপুর থেকে রঙ্গিলা বাজার এলাকায় জাহাঙ্গীরের ওই সংগঠনের অফিসে বসে টিকাকার্ড দেওয়া মানুষদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে জাহাঙ্গীরসহ ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। 

গার্মেন্টস শ্রমিক আব্দুল বাতেন জানান, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না- এমন ঘোষণা শোনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় গিয়েছি। দীর্ঘ লাইন থাকায় টিকা না দিয়েই ফিরতে হয়েছে। এখানে টাকার বিনিময়ে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়ায় স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ ছিল।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, বিষয়টি শুনেছি। কোত্থেকে তারা এ টিকা পেল তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুইজনকে আটকের কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শিহাব খান/আরএআর