গাজনার বিলে বেড়াতে যাওয়ার সময় প্রাণ গেল কলেজছাত্রের
পাবনার সুজানগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শুভ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিল গাজনা পাড়ে দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শুভ সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সোনাতলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে এবং অনার্স প্রথম বর্ষের ছাত্র।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিকেলে তিন বন্ধু গাজনার বিলে বেড়াতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইলের গতি বেশি থাকায় একপর্যায়ে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তারা ছিটকে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।
পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বাকীদের পাবনা জেনারেল হাসপাতালেই চিকিৎসা চলছে। তাদের অবস্থাও গুরুতর।
রাকিব হাসনাত/এসপি