১ মার্চ থেকে চাঁদপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ
আগামী ১ মার্চ থেকে চাঁদপুরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ড্রেজার বন্ধে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। আপাতত দুই মাস জাটকা রক্ষা অভিযানে ড্রেজার বন্ধ থাকবে। পরে স্থায়ীভাবে ভাবা হবে। আমাদের কমিটি থেকে ড্রেজার মালিকদের কাছে চিঠি দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ড্রেজারের কারণে ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। ছোট ইলিশ অবাধে বিচরণ করতে পারে না। এজন্য ড্রেজার বন্ধ করার সিদ্ধান্ত এসেছে। এছাড়াও ইলিশ রক্ষায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে স্থায়ীভাবে ড্রেজার বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা ট্রাস্কফোর্সের সভায় সবাই সম্মতি দিয়েছেন, যাতে পুরোপুরি ড্রেজার বন্ধ করা হয়। ইলিশের বাড়িতে ইলিশ রক্ষায় আমরা যথাযথ ব্যবস্থা নিব।
শরীফুল ইসলাম/আরএআর