অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউটিসি) আয়োজন করেছে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠান। বিতর্কের বিষয় ছিল 'ভাষা বৈচিত্রে আমরাই সেরা'।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতর্ক অনুষ্ঠানে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, যশোর এবং নোয়াখালী জেলার পক্ষে ছয়জন বিতার্কিক অংশগ্রহণ করেন। তারা নিজ জেলার আঞ্চলিক ভাষায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় স্পিকারের দায়িত্ব পালন করেন সাবেক বিতার্কিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি শেখ মোহাম্মদ আরমান, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন সুমন ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

বিতার্কিক হিসেবে পুরান ঢাকার পক্ষে রায়হান ফিরদাউস, বরিশালের পক্ষে আল আমিন আশিক, চট্টগ্রামের পক্ষে তমা চৌধুরী তুলি, ময়মনসিংহের পক্ষে এস এম রাকিব সিরাজী, যশোরের পক্ষে কাজী আরিফুর রহমান ও নোয়াখালী জেলার পক্ষে মো. ইয়াছিন আরাফাত অংশগ্রহণ করেন। বিতর্ক অনুষ্ঠান শেষে সবাইকে উপহার দেওয়া হয়।

এইচআর/জেডএস