বিভাগীয় পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্তরা হলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন ও অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার বি.এ সম্মান পরীক্ষার ফলে ব্যাপক ব্যবধান রেখে চূড়ান্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে তাদের বিরত রাখা হলো।

পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বার টেবুলেশন সংক্রান্ত সব বিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অভিযুক্ত দুই অধ্যাপকের তৈরি করা ফলে অসঙ্গতির অভিযোগ ওঠে ২০১৮ সালে। সেসময় ফলে অনাস্থা এনে ফল পুনঃনীরিক্ষণের দাবি জানান বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা। পরে পুনঃনীরিক্ষিত ফলে ১১ শিক্ষার্থীর চারটি কোর্সের ৩২ স্থানে প্রাপ্ত নম্বরের কম-বেশি করার প্রমাণ মেলে। ক্ষোভ ও মনোমালিণ্য থেকে ইচ্ছাকৃতভাবে ফলে অসঙ্গতি করা হয়েছে বলে তখন অভিযোগ ওঠে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি অভিযোগের প্রমাণ পেয়ে তিন বছরের জন্য দুই অধ্যাপককে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করে।
 
পরে অধিকতর তদন্তের স্বার্থে কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিও তদন্তের মাধ্যমে অভিযোগের প্রমাণ পাওয়ায় পুনরায় উপাচার্যের নিকট তিন বছরের জন্য দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করে।

এইচআর/আরএইচ