চিরকুট লিখে আত্মহত্যার চেষ্টা চবি শিক্ষার্থীর
চিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী হলের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। চবির জননেত্রী শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, এক শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসে। এখন তার জ্ঞান ফিরেছে। ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। আমরা তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করব।
রুমান/ওএফ