ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের নেতৃত্বে তানভীর-মিশাত
দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হলগুলোর কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সভাপতি হয়েছেন তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন মিশাত সরকার। কমিটি ঘোষণার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য সাবেক সভাপতি তাহসান আহমেদ রাসেল এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস।
বিজ্ঞাপন
তানভীর সিকদার এর আগে হলের সাংগঠনিক সম্পাদক এবং মিশাত সরকার গণশিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তানভীর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী এবং মিশাত সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।
সংগঠনের জন্য ত্যাগী, পরিশ্রমী ও ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ (বুধবার) আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হলো।
এইচআর/জেডএস