ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
সমন্বিত হল সম্মেলন উপলক্ষে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। সোমবার (২৪ জানুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্মেলন কমিটি ঘোষণা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে আহ্বায়ক করে এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটিতে আরও রয়েছেন- অভ্যর্থনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক আকাশ সরকার, মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক উপকমিটির আহ্বায়ক হোসাইন আহমেদ সোহান, শৃঙ্খলা বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহ জালাল, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপকমিটির আহ্বায়ক সৌরভ শিকদার, স্বাস্থ্য ও করোনা ব্যবস্থাপনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আল আমিন, দপ্তর বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. ইমরান খান, সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহ্বায়ক জাহিদ হাসান, স্মারক সবুজায়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুত্তাকিম গণি ভূঁইয়া ও আপ্যায়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক ফারজানা নিপা।
এ ছাড়া হল সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি উপকমিটির অধীনে সদস্য হিসেবেও রয়েছেন প্রায় শতাধিক ছাত্রলীগকর্মী।
এদিকে হল সম্মেলন উপলক্ষে গত ২১ জানুয়ারি থেকে কর্মী সমাবেশ করছে ছাত্রলীগ। আগামীকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) অমর একুশে হল ছাত্রলীগের সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মী সমাবেশ।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আগামী ৩০ জানুয়ারি হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হবে।
এইচআর/আইএসএইচ