কুয়েট শিক্ষক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক সমিতির নেতারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রমসহ দায়-দায়িত্ব পালন করবেন তারা। এ ছাড়া আইনি বিচারিক প্রক্রিয়া অতি দ্রুত শুরু করার দাবি জানান তারা। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েট সমিতির সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষক ড. সেলিমের পরিবারকে সব আর্থিক সুবিধাসহ অতিরিক্ত এক কোটি টাকা প্রদান, শিক্ষকের স্ত্রীকে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকুরির ব্যবস্থা করার দাবি জানানো হয়। 

তিনি আরও জানান, শিক্ষক ড. সেলিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী, ভাইস চ্যান্সেলরসহ এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিক্ষকরা।

মোহাম্মদ মিলন/আরআই