জাবিতে নতুন মসজিদ নির্মাণের দাবি ছাত্র ইউনিয়নের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন ঝুঁকিপূর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণ করার দাবি জানিয়েছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন। শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদের সামনের সড়কে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা এ দাবি জানান।
এ সময় জুমার নামাজ পড়তে আসা শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, মসজিদের ফাটল দিন দিন বড় হচ্ছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি কখন এটি ধসে পড়ে। মুসল্লিরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারছেন না। আমরা চাই মসজিদটি অতি তাড়াতাড়ি নির্মাণ করা হোক।
বিজ্ঞাপন
জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ১৯৯০ সালে এ মসজিদ তৈরি করা হয়। তার ঠিক একবছর পর প্রথম ফাটল দেখা যায়। গত চার-পাচঁ বছর ধরে আমরা বার বার নতুন মসজিদ ভবন তৈরির দাবি তুলে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিয়েই আসছে। বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলে অথচ শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তারা। আমরা দাবি জানাচ্ছি এক মাসের মধ্যে মসজিদের নতুন ভবনের কাজ শুরু করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
আলকামা/আরএআর