বার্মিংহামে মঞ্চস্থ হলো ‘পিয়ার আলির ভাঙা মুখ’
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে সন্ধানী আর্টস ও বাংলা কানেকশন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করে গত ২১ ডিসেম্বর মিডল্যান্ডস আর্টস সেন্টারে মঞ্চস্থ করে নতুন এক নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’।
নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজর সহকারী অধ্যাপক শাহমান মৈশান।
বিজ্ঞাপন
নাটকটিতে একক অভিনয় করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অভিনেতা তারেক চৌধুরী। পাশাপাশি, নাটকের শব্দ ও ডিজিটাল প্রজেকশন করেছেন চলচ্চিত্রকার মকবুল চৌধুরী।
নাট্যকার ও নির্দেশক শাহমান মৈশান ‘পিয়ার আলির ভাঙা মুখ’ নাটকটিকে গণহত্যার শিকার মানুষের সত্তার গভীরতম বেদনার রূপায়ণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ভগ্নাংশে পরিণত পরিচয়হীন মানুষের স্বরূপের খোঁজে এক অনন্ত ছুটে চলার উন্মোচন ঘটে এই নাটকে।
প্রদর্শনীতে উপস্থিত বাঙালি ও বিভিন্ন দেশের দর্শকের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনস্টিটিউটের পরিচালক ও ডিস্টংগুইশড প্রফেসর মাইকেল ডবসন। তিনি এ নাটকটিকে মানুষের ক্ষতি ও হারানোর বেদনার এক বৈশ্বিক ভাষা হিসেবে উল্লেখ করেন।
একাত্তর সালে গণহত্যার পটভূমিতে শরণার্থীদের কাফেলায় ছুটতে ছুটতে হারিয়ে যাওয়া এক ছোট্ট বালক পিয়ার আলি কিভাবে সম্ভার ভাঙনের মুখোমুখি হয় এই নাটকে তা উন্মোচিত হয় এক শেষহীন মানব ভ্রমণের রূপকের মাধ্যমে।
নাটকটির নির্দেশক শাহমান মৈশান বর্তমানে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনিস্টিটিউটে পিএইচডি গবেষণা করছেন। পিয়ার আলির ভাঙা মুখ তাঁর গবেষণার অংশ হিসেবে নির্মিত হয়েছে। এ প্রযোজনার সৃজনশীল প্রক্রিয়া ও ক্রিটিক্যাল বিশ্লেষণ শাহমান মৈশানের মূল থিসিসে অন্তর্ভূক্ত হবে।
এইচআর/আইএসএইচ