‘তর্কে নয়, বিতর্কেই মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের জন্যে সভাপতি পদে মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ হোসেন আদর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জেসমিন জাহান শারমিন, মো. জাহেদ ইকবাল, তানাজ্জুম আক্তার আদিবা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুরাম সিংহ, শবনম বশির একা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ তানজীদ, সুবর্ণ আসসাইফ, অর্থ সম্পাদক তাহসিনা ফারিহা ওহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিমুল হক শিহাব, দপ্তর সম্পাদক শারমিন আক্তার রিনি, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক মো. আব্দুল্লাহ আল ইয়াছির, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম নাদিম মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাফসা ইসলাম শ্রাবণী, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান শানিল, মো. আব্দুল কাদের টুটুল, রিফাত চৌধুরী সজল, মো. মাঈনুল হক সাকিব, ফওজিয়া আফিয়া জিনিয়া, ঋতিক আচার্য, মো. মেহরাব হোসেন অপি, মো. আল-আমিন হোসেন।

এছাড়া ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটির সভাপতি আহমেদ সালেহীন এবং সাধারণ সম্পাদক মুন্নী আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এমটি/আইএসএইচ