মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও গল্প নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির থিয়েট্রিক্যাল পারফরম্যান্স ‘রোড টু সিক্সটিন ডিসেম্বর’ এর প্রদর্শনী শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি ছিল ‘রোড টু সিক্সটিন ডিসেম্বর’-এর দ্বিতীয় প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই প্রদর্শনীর আয়োজন করে। 

গত ১৭ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে এর প্রথম প্রদর্শনী হয়। এর পরিকল্পনা এবং নির্মাণে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাসফিকুল হাসান টনি। নির্মাণ সহযোগী একই বিভাগের শিক্ষার্থী সোলায়মান খান আপন।

জানা যায়, ১৯৪৭ সালের দেশ ভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ের বিচ্ছিন্ন সব ঘটনা তুলে ধরা হয়েছে এতে।

এমটি/এইচকে