ঢাবিতে বিজয় র্যালি আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় আজ রোববার (১২ ডিসেম্বর) এক বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
বিজ্ঞাপন
এছাড়া, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ৫ম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
আলোচনা সভা শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস ও তার ব্যান্ড নগর বাউল। এর সাথে আরও থাকছে ওয়ারফেজ, মেহরীন, তীরন্দাজ, কৃষ্ণপক্ষ, সহজিয়া ও আপেক্ষিক।
এইচআর/এনএফ