জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারের অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে দুদিনে ৮০৫ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন। আগামীকাল এই টিকাদান কার্যক্রম শেষ হবে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম চলে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। ওই সময় প্রথম ডোজের টিকা নেন সর্বমোট এক হাজার ৯৬০ জন শিক্ষার্থী।

এমটি/ওএফ