পরিবহন ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুটি উপ-ইউনিট ‘বি১’ ও ‘ডি-১’ এর পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবহন ধর্মঘট পরীক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না। যথানিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমাদের শাটল ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে। আর ধর্মঘটে গণপরিবহন বন্ধ থাকলেও ছোট যান চলবে। এছাড়া দুই উপ-ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা মাত্র চার হাজার। আশা করছি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে কোনো সমস্যা হবে না।

‘বি১’ উপ-ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ২০। ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু দুই হাজার ৯০২ জন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকরা।

রুমান/আরএইচ