জবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন গবেষণা সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সব ধরনের সুযোগ সুবিধা ও সহযোগিতা বৃদ্ধির একমাত্র লক্ষ্যই হচ্ছে জবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।
বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টিকা কার্যক্রমের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে খেলার মাঠ এবং কিছু আবাসন ব্যবস্থার আপতত সমাধান করা হবে।
ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা গবেষণায় এগিয়ে যাচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে যাবে। ভবিষ্যতে নতুন ক্যাম্পাস স্থাপনের মধ্য দিয়ে সব ধরনের সমস্যা সমাধান হবে।
আলোচনা সভায় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য, অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক ড. শামীমা বেগম ও প্রক্টর ড. মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
এমটি/ওএফ